পড়াশোনা তথা শিক্ষা মানব জাতীর জন্য সৃষ্টি কর্তা প্রদত্ত উপহার। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, শিক্ষাই জাতীর মেরুদন্ড, শিক্ষা দ্বারাই পরিবার, সমাজ, দেশ উন্নতি লাভ করে। মানসম্মত শিক্ষাদান আমাদের অঙ্গীকার। যুগের, সমাজের, দেশের ও এলাকার গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবদান রাখছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষার মূল উদ্দেশ্য হলো আচরণের কাঙ্খিত পরিবর্তন। আর এই লক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীল, স্বাধীন এবং দায়িত্বশীল স্মার্ট নাগরিক হিসাবে গড়েতোলা। “দুটি পাতা একটি কুঁড়ি” হযরত শাহজালালের পুণ্যভুমি সিলেট জেলাধীন ঐতিহ্যবাহি বিশ্বনাথ উপজেলার ৫ নং দৌলতপুর ইউনিয়নের অন্তর্গত সিংগেরকাছ বাজারে অবস্থিত সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ টি ১৯৬৯ সালে প্রতিষ্ঠত হয়ে অদ্যাবধি এ প্রতিষ্ঠানটি সুনামের সাথে এলাকার বৃহত্তর জনগোষ্ঠির মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে আসছে। পাশা-পাশি মেধাবী ছাত্র-ছাত্রী তৈরী করতে স্বক্ষম হয়েছে। যারা বর্তমানে দেশে-বিদেশে বিভিন্ন পেশায় উচ্চতর পর্যায়ে চাকরী করছে। আমি এই প্রতিষ্ঠানে ০৮/০৬/২০২১ খ্রিঃ প্রধান শিক্ষক পদে যোগদান করে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রাপ্ত হয়ে অদ্যাবধি কর্মরত আছি। সেই থেকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে নিজে সচেষ্ট হই এবং আমার সহকর্মীদেরকে ও সেভাবে উদ্বুদ্ধ করি। এলাকার ও প্রবাসীদের অনুদানে এবং গভর্ণিংবডির সম্মানিত সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আবারক আলীর নেতৃত্বে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন অব্যাহত রয়েছে।
আমাদের প্রতিষ্ঠানে বিগত ০৩ বছরের জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার ফলাফল শতভাগ। এমনকি ১৯৯৬ খ্রিঃ অত্র প্রতিষ্ঠানটি বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় হওয়ার গৌরভ অর্জন করেছে এবং ২০১৮ খ্রিঃ বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠান হওয়ার গৌরভ অর্জন করেছে।
প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েব সাইট www.spbmhsc.edu.bd চালু করতে যারা সহযোগীতা করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশা-পাশি আমাদের অনলাইন সেবা গ্রহণের জন্য ওয়েব সাইট টি ঘুরে দেখতে সকলকে অনুরোধ জানাচ্ছি। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ধরে রাখার জন্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক, গভর্ণিংবডি ও এলাকার সর্বস্তরের জনগনের আন্তরিক সহযোগীতা কামনা করছি। পরিশেষে আমাদের ওয়েব সাইটটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ