সম্মানিত অভিভাবক ও শুভাকাংখীবৃন্দ, আপনাদের প্রতি রহিল আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলাধীন ৫ নং দৌলতপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যের ধারক ও বাহক সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১৯৬৯ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে অদ্যাবধি এটি মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয়েছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন চড়াই- উৎরাই পেরিয়ে আপনাদের ভালবাসায় গত ২০১৪ খ্রিস্টাব্দ হতে এপর্যন্ত পর পর ৫ বার আপনারা আমাকে অত্র প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার সার্থে গভর্ণিংবডির সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করে আসছেন। আপনাদের মতো গুণিজনদের সম্মিলিত সমর্থন ও ঐকান্তিক প্রচেষ্টায় উক্ত বিদ্যালয়টিকে ২০১৪ খ্রিস্টাব্দেই মাধ্যমিক পর্যায় থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করতে সক্ষম হই। বর্তমানে স্কুল ও কলেজ শাখা মিলে প্রায় ৮০০ জন শিক্ষার্থী রয়েছে। একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী অত্যন্ত নিষ্ঠার সাথে যুগোপযোগী ও কর্মমূখী শিক্ষার পাশা-পাশি শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন। তারই ফলশ্রুতিতে প্রতি বছর অত্র বিদ্যালয়টি সিলেট শিক্ষা বোর্ডের বিভিন্ন পাবলিক পরীক্ষায় এ+ সহ শতভাগ সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী , শিক্ষক, অভিভাবক, গুণিজন ও পরিবেশ সব মিলিয়ে দক্ষিণ-পশ্চিম সিলেটের একটি শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক এটাই হবে আমার একান্ত কামনা। তাই শিক্ষক-শিক্ষার্থী, দাতা সদস্যগণ, অভিভাবক, গভর্ণিংবডির সদস্যবৃন্দ ও অত্র প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত দেশ-বিদেশের সকল গুণী ও সুধীজনের ঐকান্তিক প্রচেষ্টায় চলমান ঈর্ষণীয় সুনাম অক্ষুন্ন রাখতে সাধ্যানুযায়ী চেষ্টা চালিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যাক্ত করছি।
সবশেষে এ বিদ্যাপিঠের সাথে সম্পৃক্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।
আলহাজ্ব মোঃ আবারক আলী সাবেক চেয়ারম্যান ৫ নং দৌলতপুর ইউপি সভাপতি ম্যানেজিং কমিটি, সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ